পড়ার বাইরে পড়লে পড়া
শিখবে বেশি আরো
বইয়ের লেখা হবে সহজ
যে যতটা পারো
রাস্তাতে যা দেখো শোনো
কিংবা ঘরের পাশে
পশু পাখি গঙ্গা ফড়িং
যেমন মানুষ আসে
নাচে গানে খেলাধূলা
এবং ছবি আঁকা
দিগন্তে ওই দাঁড়িয়ে গাছ
লাগছে কেমন বাঁকা
ভাবনা সাগর গল্প পাঠ
আর কবিতা পড়া
দিনের আলো রাতের তারা
জ্ঞান মহীমায় ভরা।
এসবই তো পড়ার বাইরে
গভীর পড়া আরো
নাও শিখে নাও চারিপাশে
যে যতটা পারো।