পড়তে আমার লাগলে ভালো
অনেক পড়ে ফেলি
কিংবা করি হিজিবিজি
মনের ডানা মেলি।
পড়ার বই সব পড়তে হবে
জানতে হবে জানি
রাস্তায় তবু যা দেখি তা
জীবন বলেই মানি।
আঁকা নাচা খেলাধূলা
এসবও তো করি
সাথে স্কুলের পড়াশুনা
যত পারি পড়ি।
পড়া পড়া কত পড়া
শিশুর জীবন খানি
তোমরা সবাই বুঝতে শেখো
করছো তো মন মানি?