পলাশ রাঙা হলুদ বিকেল
বইছে মলয় ধীরে
কিশলয়ের নরম সবুজ
চলো নদীর তীরে,
ফাগুন দিনের ডাকছে কোকিল
বসে হৃদয় জুড়ে
শিশির ঘাসে দুজন দু'পা
বসন্ত থাক মুড়ে।
নামল দূরে দিগন্তে ওই
বুকের সীমা রেখা
অনেক কিছু মোহন কথার
পেয়েছি আজ দেখা।
পথের বাঁকে আমরা সুজন
ফুলের রঙিন দেশে
গাছের পাতা রোদের ফাঁকে
দাঁড়ায় দুজন এসে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া
তাকায় পাশাপাশি
আমরা দুজন বসন্ত সুখ
হৃদয় ভালোবাসি।