মানুষ পদচিহ্ন আঁকে
এই পৃথিবীর বুকে
এক পা দু'পা এগিয়ে যায়
থাকতে দারুণ সুখে।
বাগান গড়া ফুলের মেলা
রূপে রসে গন্ধে
আকাশ নীলে মেঘ কুয়াশায়
থাকে অনেক ধন্ধে।
দূর সমুদ্রে কর্ম কুশল
ঢেউ জাগে তার মনে
কান্না হাসির উল্কি আঁকা
থাকে ক্ষণে ক্ষণে।
যেখানে যা থাকছে পরশ
এই বালুকাবেলায়
প্রেমের চিহ্ন আঁকছে বুকে
সবার ভালোবাসায়।