পৌষ পার্বণে পিঠে পুলি
মা বানাবে ঘরে,
পাটিসাপটা ভাপা পিঠে
খাবো মনটি ভরে।

একটু দিয়ে নলেন গুড়ে
বানালে পুর পিঠে,
আহা কি যে অপূর্ব স্বাদ
দারুণ লাগে মিঠে।

দুধপুলিতে জমবে মজা
খাবো ইচ্ছে মত,
কনকনে শীত পিঠের ধোঁয়া
মন ভরেছে কত।

নারকেল কোরা চালের গুঁড়ো
উঠছে পিঠের গন্ধ,
শুভ মকর সংক্রান্তি আজ
আজকে পড়া বন্ধ।