বেশ করেছি নাচছি গাইছি
তোদের তাতে কি রে
হাসতে চাইলে হাস্ না তোরা
ওদিকে মুখ ফিরে।
হেঁড়ে গলা ভাঙা কোমর
মাথাতে টাক ভরা
চোখের নিচে কোলেস্টেরল
চামড়া ঝুলে পড়া।
তাতেই হাসি হি হি করে
হাততালি দিই জোরে
সব কিছুতেই আগ বাড়িয়ে
থাকি নিজের ঘোরে।
সময় বুঝে মস্তি করি
মন মত একগুঁয়ে
একটা জীবন খুশির ঝুলি
ফেলতে চাই না ভুঁয়ে।
বাড়তে দিই না মনের বয়স
যাক না শরীর ঝুঁকে
বাঁচার ক'দিন আনন্দ সব
রাখতে চাই যে বুকে।