জ্যেষ্ঠমাসে পাকা ফলের
গন্ধে ভরে যায়
নানা স্বাদের নানা রকম
কে খাবি কে আয়।
আম জাম কাঁঠাল লিচু পেঁপে
আরো আছে খুব
যা পাবি তা খেয়ে, দেবো
রসনাতে ডুব।
যত খাবি থাকবি ভালো
আর পাবি না তাই
ম ম গন্ধে পরিমিত
চল সকলে খাই।
সুমিষ্ট ফল পাকা খাবে
সব আলাদা স্বাদ
অল্প অল্প সব ফল খেয়ো
দিয়ো না তা বাদ।
মধু মাসের ফল বাহারে
আহ্লাদী হয় মন
প্রতি বছর খাব আরো
এই করেছি পণ।