পবিত্র দিন এক ফালি চাঁদ
আকাশ জুড়ে থাকে
মনের যত পশু আছে
কোরবানী দাও তাকে।
বিশ্ব জুড়ে সম্প্রীতি আর
শান্তি সবার মাঝে
ঈদের খুশি সাম্য আনুক
জীবন সকাল সাঁঝে।
পরস্পরের কোলাকুলি
মানুষ দাঁড়াক পাশে
অমানবিক কালো যত
সরিয়ে ঈদ আসে।
হিংসা ও দ্বেষ থাকুক দূরে
আনন্দ হোক আরো
ঈদ উৎসবে বিলিয়ে দাও
যে যতটা পারো।
এই তো সময় ঈদ এসেছে
দাও ছড়িয়ে আলো
এই পৃথিবী শান্ত হবে
হবে সবার ভালো।