মিঠে রোদে আমার সকাল
তাকায় আকাশ নীলে
নানা ফুলে পাখির গানে
যাচ্ছে সবই মিলে।
হিমেল হাওয়া লাগছে গায়ে
শিশির ধোয়া ঘাসে
রামধনু রঙ করছে খেলা
ধানের খেতের পাশে।
ঘন সবুজ গাছের পাতা
কাঁপছে কাছে দূরে
রোদের গায়ে কিরণমালা
গাইছে মিঠাই সুরে।
ঘুমের থেকে জেগে ওঠো
বলছে সকাল রবি
সময় হলো কাজে লাগো
গড়ো জীবন ছবি।
সকাল বেলার সব পজেটিভ
কোমল আদর মাখা
প্রতিটি দিন তোমার আমার
থাকুক চোখে আঁকা।