জীবনটা যে অথৈ নদী
ঢেউ গুলো তার সুখ
পাড়ে এসে আছড়ে পড়লে
পাবে শুধু দুখ।

বয়ে চলা কর্ম ধারায়
পলি পড়বে না
ঠিক সাগরে মিশে যেতে
বাধা আসবে না।

মাঝে মাঝে স্রোতের সাথে
লড়াই করা মন
হাল ধরে পাল প্রেমের টানে
করে সত্য পণ।

বইছে বাতাস গাছের পাতা
ছলাৎ ছলাৎ ঢেউ
মাঠ পেরিয়ে ফুলের বাগান
আসছে যেন কেউ।

ঢেউ পারাপার সাগরবেলা
নদীর তীরে বাস
শান্তি সুখে দুঃখ দিনে
হৃদয় ভালোবাস।