যেমন তেমন দিন গুজরান বড়রা আজ করে
শৈশব বড় অসহায় মুখ বাঁচার চেষ্টায় মরে,
কাগজ কুড়ায় নোংরা ঘাঁটে আবর্জনা থেকে
ভাঙা বোতল আর পলিথিন সব কিছু সব দেখে।
আস্তাকুড়ে আর ডাস্টবিনে জমছে খাবার কত
ভাঙছে ইট আর তুলছে ভারি অবুঝ শৈশব যত,
খাবার প্লেট আর চায়ের কাপ সব রাখছে ওরা ধুয়ে
খালি পেটে পায় না খাবার একটু খানি ছুঁয়ে।
কত শৈশব যন্ত্রণাময় বাঁচে চোখের জলে
মাথা কুটছে আগামীকাল কষ্টের যাঁতাকলে,
একটু চাইছে কোলের আদর মানুষ বুঝতে শেখা
হাসি খুশি ভালবাসায় নতুন কিছু দেখা।
হাত বাড়িয়ে ইচ্ছে যাপন শৈশব একটু পেলে
বুদ্ধি জ্ঞানে চলবে আগে মুক্ত ডানা মেলে।