অনলাইনে টাকা নাকি
গয়েব হচ্ছে সবার
সেটাই দেখতে ব্যাঙ্কে নগেন
যাচ্ছে আজকে আবার।

সাইকেলখানা বাইরে রেখে
আপডেট করায় আগে
দেখে ব্যালেন্স একই আছে
আর বলো কী লাগে?

পাঁচশ বত্রিশ ঠিকই আছে
গায়েব হয়নি মোটে
পাশবুকখানা আবার দেখে
খুব আনন্দের চোটে।

তারপরে সে বাইরে এসে
দেখে অবাক চোখে
সাইকেল খানা নিয়ে গেছে
গায়েব করা লোকে।