জীবনটা নয় ছেলে খেলা
অভিমানে দূরে
থাকলে জীবন মৃত্যু সমান
মন মোহনার সুরে।

একের মনে অন্য জনের
দখলদারি চলে
মানুষ শুধু প্রভুত্ব সুখ
নিজের কথা বলে।

পাই নি পাবো দেয় নি দেবে
এমন আশার মুখে
ছাই দিয়ে যায় ভাঙা কুলো
ছেড়ে যাওয়ার দুখে।

অভিমানের নৌকো চেপে
যেও না দূর দেশে
ফিরছে তো ঢেউ সাগরবেলায়
তোমায় ভালোবেসে।

সেই অধিকার পরম প্রিয়
মানিয়ে ঠিক আছে
ফিরে এসো মন খুশি মন
হৃদয় তোমার কাছে।