পরের ভালো দেখতে শেখা
ঈর্ষা বিহীন চোখে
একটুও নাই হিংসে কোনো
আছে কি এই লোকে?
ভালো মানে লাট সাহেবী
নানা সম্পদ ঠাসা
কোন্ পথে যে আসছে সে সব
গড়ছে বড়ো বাসা?
অর্জন করা দুখ সিঁড়িতে
জীবন গড়ে তোলা
পরের হোক বা নিজের সংগ্রাম
যাবে না তা ভোলা।
গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব
দেখে অন্য জনের
বাড়লে কষ্ট বুঝতে হবে
অ-সুখ যত মনের।
সেই অসুখের নিরাময়ে
নিজে অর্জন করো
সৎ উপায়ের অধিকারে
নিজের জীবন গড়ো।