শীতের শেষে ফাগুন এলো
ভরলো পলাশ বন
ও সখিরা কোথায় গেলি
ডাকরে প্রিয় জন।

উদাস হাওয়া শিমুল তলায়
ভরছে কত ফুল
ও সখিরা ঝরছে পাতা
করিস নে আর ভুল।

লালের নেশায় দিগন্ত আজ
দিয়েছে তার ডুব
ও সখিরা কিশলয়ে
আনন্দ কর খুব।

মন অনুরাগ হৃদয় কথা
দূরে আকাশ পার
বসন্ত আজ নাড়ছে কড়া
খোল রে মনের দ্বার।

শিশির মাখা টগর বকুল
লাল পলাশের রঙ
ও সখিরা আয় চলে আয়
করিস নে আর ঢঙ।