ভোরের বেলা কিচিরমিচির
ডাকতে এলো পাখি
ও শিশুরা জেগে ওঠো
এবার খোলো আঁখি।
চারিদিকে আলো এনে
ডাকছে সূর্য একা
ও শিশুরা উঠলে জেগে
পাবে ফুলের দেখা।
কেমন করে পাঁপড়ি মেলে
মৌমাছিকে ডাকে
ও শিশুরা ঘুম ভেঙে আজ
দেখো পথের বাঁকে।
শিশির মাখা সকাল বাতাস
চেয়ে তোমার দিকে
ও শিশুরা দিন এসেছে
আর কিছু নয় ফিকে।
সকালবেলায় জাগছে সবাই
ডাকছে পূবের আলো
ও শিশুরা জেগে উঠে
ছড়াও যত ভালো।