ও মন মাঝি কোথায় তুমি ধরো বৈঠা খানি
ঝড় উঠেছে যুগের হাওয়া করছে যে মন মানি।
ক্ষমতা সব লোভ ছুঁয়েছে বসছে গদি চেপে
আছড়ে পড়া সুনামি ঢেউ আসছে বৃষ্টি ঝেঁপে।
আমরা যাত্রী তুফান ভারী পৌঁছে দাও হে পারে
যুগ যন্ত্রণার মুক্তি চাইছি বাঁচার অধিকারে।
ও মাঝি ভাই রাত পেরিয়ে আনতে সকাল আলো
শক্ত হাতে হাল ধরে আজ ঘুচাও গহীন কালো।
শাসক শাসন রক্ত চক্ষু সমাজ ভগ্ন পাশা
তুমি বুকে বল আমাদের ভরসার ভালোবাসা,
সঠিক পথে উদার আলো দেখাও মাঝি তুমি
আমরা যেন গড়তে পারি স্বাধীন সাম্য ভূমি।