ও জোনাকি আঁধার বুকে তোমার বিন্দু আলো
ঝোপে ঝাড়ে গাঁয়ের পথে ছড়াও কত ভালো।

আবছায়াতে বারে বারে খুলছো আলোর মুঠো
ও জোনাকি বাঁশবাগানের মাথার উপর ওঠো।

আঁধার নামছে আলোর অভাব চলছে সমাজ জুড়ে
ও জোনাকি তোমার বিন্দু জ্বলুক কাছে দূরে।

দিনের আলো নিভে এলে তুমি জ্বলো একা
ও জোনাকি আমার জীবন উজ্জ্বল হয়ে দেখা।