ফুলের বনে দিকে দিকে
বইছে মলয় ধীরে
ও বসন্ত পলাশ লালে
দাঁড়াও মনের তীরে।
কিশলয়ের সবুজ ভিড়ে
ডাকছে কোকিল একা
ও বসন্ত, হিজল ছায়ায়
পেলাম তোমার দেখা।
মৌমাছি মন গুনগুন গানে
আগুন লাগায় বনে
আমের মুকুল লাগায় দোলা
তোমার আমার মনে।
কৃষ্ণচূড়ার রঙ আবিরে
রাধাচূড়া এসে
ও বসন্ত, এলো ফাগুন
হৃদয় ভালোবেসে।