জরা জীর্ণ যা পুরাতন
যাক ভেসে যাক দূরে,
এলো নতুন যুগের ধারা
গাইছে নতুন সুরে।
দিন গণনার নতুন শুরু
ক্যালেন্ডারের পাতা
একই পথের বাঁক বরাবর
খুলছে নতুন খাতা।
পুরাতন যা থাকবে মনে
নতুনের ভিত গড়া
বছর শুরু বাড়ছে বয়স
নতুন ভাবনা ভরা।
দুঃখ ব্যথা যন্ত্রণা সব
যাক মুছে যাক সুখে
এই নতুনের দিন আগমন
থাকুক সবার বুকে।
ঝরা পাতায় স্বপ্ন রাঙা
কিশলয়ের আশা
নতুন দিনের ভাবনা যত
ছড়ায় ভালোবাসা।