প্রতি ক্ষণে প্রতি পদে
ভাবলে নতুন কিছু
আরো ভালো আরো সুন্দর
নেবে তোমার পিছু।
জীবন হল আরও নতুন
নিজেকে ঠিক গড়া
নতুন শুভ সূর্য দিনে
অন্য কিছু করা।
একই পথের বাঁক বরাবর
নতুন ফসল ফলে
কিশলয়ের উন্মাদনা
প্রাণের কথা বলে।
যেটুকু আজ আসছে আসবে
হোক তা নতুন আশা
হৃদয় জুড়ে ফুল পাখি গান
গাইছে ভালোবাসা।