নুতন বইয়ের নতুন লেখা
পড়তে ভালো লাগে
কালো অক্ষর উজ্জ্বল হয়ে
ডাকে সবার আগে।
নতুন বইয়ে ভাবনা যদি
নতুন কিছু থাকে
পড়তে পড়তে মন ভাল হয়
কষ্ট কাজের ফাঁকে।
পড়া যদি পড়িয়ে নেয়
নতুন বইয়ের লেখা
তখন সত্যি ভালোই লাগে
পেয়ে জীবন দেখা।
নতুন বইয়ে নতুন শিক্ষা
জীবন চলার আশা
যা পড়বে তা তোমার নতুন
আনবে ভালোবাসা।