পুরাতন যত ভুল অপরাধে
তুমি কি শিখেছ কিছু
আজ নতুনের সামনে দাঁড়িয়ে
তবে কেন মাথা নিচু?
পুরাতন যাবে আসবে নতুন
এই তো নিয়ম চলা
বন্ধু থাকবে শত্রু থাকবে
মুখ ফুটে কথা বলা।
কাঁটায় বিছানো গোলাপ বাগানে
কত কীট করে বাসা
সব কিছু সাথে বাঁচতে শিখলে
তাকে বলে ভালোবাসা।
নত হতে যদি শিখে নিতে পারো
তাহলে আকাশ আলো
মানুষের মাঝে নতুন সময়ে
পেতে পারো সব ভালো।
ভালো ও মন্দ মিলেমিশে থাকা
এই তো জীবন চলা
পুরাতন আজ নতুনের সাথে
খুশি রঙ কথা বলা।