শীত সকালে শিউলি দাদা
বইছে কাঁধে নলেন গুড়
বাইরে ঠাণ্ডা কাঁপছে হাত পা
হাঁকছে জোরে করে সুর।
টাটকা তাজা গুড় যদি খাও
দারুণ মিষ্টি পাবে স্বাদ
শীতের সেরা গন্ধ বাহার
অন্য কিছু দেবে বাদ।
পিঠে পুলি যা খেতে চাও
বানিয়ে নাও ঝটাপট্
একটু পরে এখান থেকে
চলে যাব গটাগট্।
শিউলি দাদা হাঁকছে আরো
নাও নিয়ে নাও নলেন গুড়
বাংলার সেরা খাও গো সবাই
গাও সকলে মিষ্টি সুর।