নদীর সঙ্গে পরিচয় প্রতি মুহূর্তে
ভুলে গেছি নদীর বাঁধ
খেয়ালী বৃষ্টির ধারাপাতে
মনে পড়ে স্রোত বয়ে বেড়ানো
নদীর কথা
সারা গ্রাম জুড়ে তাণ্ডব খেলায়
সে বাঁধ খোঁজে
মিশে যেতে চায় সাগর হৃদয়ে
নদীর বাণী আরও গভীর হোক
বাঁধের সতর্ক নির্দেশে
লোকালয়ের চরণ ছুঁয়ে
তাকে এগিয়ে যেতে দিক
জীবনের প্রবাহে।
নদীর পরিচয় হোক
মানুষের নিবিড় সান্নিধ্যে।