শেষ পারানি যোগাড় করে
দাঁড়াই নদীর ঘাটে
একুল ওকুল দুই কুলেতে
চলছে মানুষ হাটে।
ঢেউ বয়ে যায় উথাল পাথাল
নৌকা চলে ধীরে
ও মাঝি ভাই নামছে আঁধার
এবার ফেরাও তীরে।
ভাঙন রুকতে জোর কলরব
নদীর ঘাটে এসে
ক্ষমতা সব জনপদে
যাচ্ছে যাক না ভেসে।
জোয়ার ভাটা ছলাৎ ছলাৎ
বাঁধ ভেঙেছে এবার
রোদ পড়েছে উঠছে জেগে
নদীর বুকে আবার।
জীবন নদে নদীর ঘাটে
আমরা সবাই আসি
স্রোতের মুখে দাঁড়িয়ে তাই
বলছি ভালোবাসি।