বাংলা নববর্ষ তুমি
আবার চলে এলে
অনেক স্মৃতি ভালো মন্দ
রেখে তুমি গেলে।
ঝরা পাতায় গাজন মেলায়
কিশলয়ের সাথে
নতুন ভাবনার উৎসব যেন
নতুন করে মাতে।
পায় না যারা খেতে পরতে
তাদের দিকে দেখো
ফলে ফুলে এই প্রকৃতি
আগলে তুমি রেখো।
তপন তাপন গ্রীষ্ম দহন
শুভ নববর্ষে
সবার খুশি আনন্দ সুখ
আসুক জীবন হর্ষে।
আম কাঁঠালের গন্ধ বকুল
নববর্ষ এলো
মনে রাখার হালখাতাতে
পুরাতন সব গেলো।