মাঠে পাকা ধান
খুশি ভরা গান
গেয়ে ওঠে চাষী ভাই
নিকানো উঠানে
দেখ হে এখানে
আর কোন দুখ নাই।
সোনালী ফসল
যায় দলে দল
কাটে ধান খুশি মনে
মিষ্টি বাতাসে
রোদেলা আকাশে
চাষী ডাকে জনে জনে।
হবে ধান তোলা
ভরে ওঠে গোলা
নবান্নের এ মাসে
আজ চাষী ঘরে
শিশু খেলা করে
আর খিলখিল হাসে।
ধানের গন্ধ
মনে আনন্দ
চারদিকে ভরে ওঠে
ভোরে হিম পড়ে
ছোটো সরোবরে
পদ্ম শালুক ফোটে।