আসা যাওয়ার নিঃস্ব ফুলে
বাগান ভরে আছে
এ পৃথিবী জীবন রঙে
যে যার নিজের কাছে।
ফুল ফোটানো একলা রসে
ইচ্ছে যত ভালো
ভেতর বাড়ি মন সোহাগে
দোর গোড়াতে আলো।
কেউ কারো নয় ভাবতে ভীষণ
সম্পর্ক সব যত
আত্মভোলা কাঁদছে রাতে
খুঁজছে নিজের ক্ষত।
জন্ম এলো মৃত্যু হল
চলছে জীবন একা
একটু পীরিত রূপ সায়রে
পেয়েছে তার দেখা।
অঞ্জলি সেই মোহন মুকুর
করছে মিলন আশা
নিঃস্ব বুকে বাজায় বাঁশি
জাগায় ভালোবাসা।