লড়াই চলুক যত দিনের
হেরে গেলে তুমি
দেশ কাল থেকে মুছে যাবে
হারবে তোমার ভূমি।
যতই শেখো জয় না এলে
ব্যর্থ তোমার খেলা
এ পৃথিবীর রঙ্গ মঞ্চ
বসায় জয়ের মেলা।
যতই শিক্ষা পেয়ে থাকো
গ্রহণযোগ্য হলে
তবেই তুমি ঠাঁই পাবে ভাই
তরুণ তুর্কি দলে।
যতই তুমি দাও মতামত
না শুনলে সব ওরা
কাজের মাঝে ব্যর্থ তুমি
শূন্য কলসী ভরা।
লড়াইয়ের সব অস্ত্র শেষে
এড়িয়ে যাই আমি
নিজের ভেতর নিজেই জিতি
সবার চেয়ে দামী।