সততা আর নিষ্ঠার চেয়ে
নাই যে বড়ো কিছু
এমন কর্মে শান্তির জীবন
থাকবে তোমার পিছু।

ন্যায়ের পথে সত্য কথা
অন্যের ভালো করা
নীতির সাথে আঁধার সমাজ
সুন্দর করে গড়া।

চালবাজি আর প্রতারণায়
যদি হিংসা দিয়ে
ক্ষমতা তার লোভ লালসায়
পায় না কিছুই নিয়ে।

ক্ষতি করার ইচ্ছে মনে
নিজেই ফিরে আসি
কষ্ট বহুল সৎ জীবনের
শেষে হাসির রাশি।

মন্দ খারাপ নেগেটিভেও
সৎ থাকতে চাই আমি
নিজের বিবেক নিজের আয়না
সবার চেয়ে দামী।