কেউ তোমাকে বাসবে ভালো
সেই আশাতে তুমি
পরের জন্য বাঁচতে শিখে
হারাও নিজের ভূমি।
সবার আগে নিজেকে তাই
ভালোবাসতে শেখো
নিজের জন্য বাঁচার গর্ব
হৃদয় হয়ে লেখো।
নিজের ভেতর বাঁচার মানে
নিজে তৈরি করো
কে এলো আর কে বা গেলো
ভাবনা থেকে সরো।
'ও না এলে বাঁচবো না তো'
হারবে এমন হলে!
নাই বা এলো মৌমাছি, ফুল
ফুটছে দলে দলে।
এই পৃথিবীর তুমিই একক
অন্য যে কেউ আসা
নিজেকে তাই ভালোবাসায়
গড়ো ভালো বাসা।