ও শিশুরা, চলে এসো
দল বেঁধে যাই দূরে,
সবাই মিলে এক সাথে সব
গাইব নতুন সুরে।
পাহাড় যাবো নদী যাবো
ইচ্ছে আকাশ যাবো,
আনন্দ আর হাসির রাশি
সবখানে ঠিক পাবো।
গাছপালা আর পাখির গানে
বাতাসে ঢেউ জলে,
আমাদের এই ছোট্ট পায়ে
যাবো দলে দলে।
দিন প্রতিদিন নতুন সকাল
নতুন কিছু ভাবো
তোমার সবুজ অবুঝ মনে
নতুন পথে যাবো।
ও শিশুরা, পথের বাঁকে
কত নতুন দেখো
ছোট্টো ঘাসে শিশির বিন্দু
রামধনু রঙ শেখো।
আকাশ আলো কিশলয়ে
তোমার হাসির মত
নতুন নতুন সুরের মালা
গাইছে অবিরত।