নতুন বছর নতুন বছর
নতুন তোমার কী যে,
যা দেখি তা সব পুরাতন
নতুন তুমি নিজে।

ক্যালেন্ডারের তারিখ ছাড়া
বাদ বাকি সব একই
বয়স বাড়ার অভিজ্ঞতায়
ভড়ং করি, মেকি!

ভুল অপরাধ উচিত শিক্ষা
সংসার সমাজ জুড়ে
নতুন বছর গড্ডালিকায়
রাখছো কেন মুড়ে।

নতুন বছর নতুন বছর
চাইছি কত কিছু
ভাঙতে তুমি পারো না কি
মানুষ উঁচু নীচু?

দু মুঠো ভাত পেট ভরা সুখ
দাও না এবার তুমি
সবার জন্য শান্তি এনো
জীবন বরাভূমি!

নতুন বছর নতুন দিনে
এনো নতুন আশা
জীবন যেন পুষ্প রাঙা
আনে ভালোবাসা।