পলাশ শিমুল পড়ছে ঝরে
লাল মাটির ঐ দেশে
রুক্ষ বাতাস উড়ায় ধূলো
বৈশাখী মাস এসে।
বাংলা বছর শুরু হলো
বাংলার ঘরে ঘরে
দারুণ তাপে গ্রীষ্ম এলো
আনন্দ সুখ ঝরে।
আকাশ জুড়ে মেঘের ছোঁয়া
কালবৈশাখী আসে
আমের মুকুল কাঁঠাল গন্ধ
চারিদিকে ভাসে।
পুরাতন যায় নতুন আসে
জাগায় নতুন আশা
নতুন বছর উদ্যমে আজ
ছড়ায় ভালোবাসা।