নারী পুরুষ কষ্ট সবার
ভাগ করো না কাজে
এক সাথে পথ চলতে পথে
চলো মানুষ মাঝে।
করছে শোষণ পুরুষ সমাজ
এই অজুহাত দিয়ে
নারী দিবস দিনে নারী
খুশি! সম্মান নিয়ে?
সবার আছে অধিকারে
বাঁচার পূর্ণ ইচ্ছে
নারী পুরুষ, পুরুষ নারী
শোষণ ঠিকই করছে।
মানুষ যেমন তেমন যদি
যে যার কাজের সাথে
বিভাজন থাক গঠন শরীর
লড়াই হাতে হাতে।
তবেই সমান তাল মিলিয়ে
হবে সমাজ গড়া
আলাদা নয় নারী পুরুষ
প্রেম পুষ্পে ভরা।
যে যার বুকে মোহন বাঁশি
নারী পুরুষ সুরে
উঠলে বেজে সংসার সুন্দর
হৃদয় খানি জুড়ে।