নারী পুরুষ কষ্ট সবার
ভাগ করো না কাজে
এক সাথে পথ চলতে পথে
চলব মানুষ সাজে।
করছে শোষণ পুরুষ সমাজ
ক্ষমতা লোভ দিয়ে
তাই কি নারী দিবস দিনে
বোঝায় সম্মান দিয়ে?
সবার আছে অধিকারে
বাঁচার পূর্ণ ইচ্ছে
নারী পুরুষ, পুরুষ নারী
কাজ করিয়ে নিচ্ছে?
চলো সবাই মানুষ যেমন
যে যার কাজের সাথে
নারী পুরুষ বিভাজন থাক
লড়াই হাতে হাতে।