নারী মানে আমার মা ও
আমার দিদি বোন
মাসি পিসি ও ঠাকুমার
কাছে গল্প শোন।
নারী মানে গভীর স্নেহ
ভালোবাসা পাই
এই বাড়িটা ঘর হয়ে যায়
স্বপ্ন সুখের ঠাঁই।
নারী মানে প্রেমের ডোরে
জীবন শিক্ষা দেয়
আদর্শ আর অধিকারে
হৃদয় বুঝে নেয়।
নারী মানে নানান রূপে
এ সংসারের সুর
মনের হদিস বুকের মাঝে
আর থাকে না দূর।
নারী মানে সৃষ্টির কথা
পাই আমাদের বাস
নারীর আপন মর্যাদাতে
জীবন ভালোবাস।