ভাষা যদি বিদ্রোহী হয়
ফোটে কথার বকুল
লৌহ কপাট ভেঙে লোপাট
কবি তুমি নজরুল।

আজও হতাশ কাণ্ডারী এক
খুঁজছে হাসি বুলবুল
সাম্যবাদের ডঙ্কা বাজাও
ভোরের পাখি নজরুল।

অধিকারে কুলিমজুর
পায় না তো কেউ এক চুল
ভীম রণভূমে হয় না ক্লান্ত
দ্রোহের কবি নজরুল।

অত্যাচারের খড়্গ কৃপাণ
মানুষ মনে মশগুল
উন্নত শির হোক নওজোয়ান
বিদ্রোহী বীর নজরুল।