আয়নাতে মুখ যায় না চেনা
দেখে মানুষ জনে
ভেতরে এক বাইরে অন্য
ছক কষে যায় মনে।
মুখের উপর মুখোশ এঁটে
ভালো মানুষ সাজে
পরিচয়ে আসল রূপ যে
দেখি কোনো কাজে।
ভালো করার ছল করে যায়
মনে থাকে অন্য
নিজের আখের গুছিয়ে নেয়
শুধুই নিজের জন্য।
ভালো করার নেতৃত্বে তাই
কত মানুষ আছে
ভেতর জুড়ে জঘন্য রূপ
দেখি এলে কাছে।
ভেতরে ও বাইরে একই
তবু মানুষ আশা
আয়নাতে মুখ তাদের মুখে
হৃদয় ভালোবাসা।