মনের প্রেম খুঁজে হারায়
শরীর ছাড়া ফাগুন দিন,
অনুরাগের মন মোহনা
রেখেছে তার হৃদয় ঋণ।
ফুল ফুটেছে মনের মালা
গাঁথছে একা মলয় সুরে,
সবুজ বনে ডাকছে পাখি
বলছে কথা শুনছে দূরে।
মনের মোহে বিবশ দেহ
হাত ধরেছে দুজন মিলে,
প্রেম যমুনা মোহন বাঁশি
আজও খোঁজে, কোথায় ছিলে?
একটু বসা মুখের হাসি
নীরব চোখে মনের মত,
না বলা সুখ খুশির ঝাঁপি
এ জগতের শান্তি যত।
হারায় নি যা রয়েছে সেই
মনের প্রেম আমার তুমি,
শরীর মনে নদীর পাড়ে
গড়ব আমি প্রেমের ভূমি।