মন কেমনের রাস্তার মোড়ে
তুমি দাঁড়ায় এসে
একবার শুধু হাত বাড়িয়ে
আপন করো হেসে।
মনের ভেতর আকাশে মেঘ
বৃষ্টি পড়বে ঝরে
কিশলয়ের লাগবে ছোঁয়া
মিলন পরস্পরে।
মনের বুকে মাটিতে পা
এক পা দু পা হেঁটে
হাত ধরে তার চললে পথে
তৃষ্ণা সবই মেটে।
কে দাঁড়িয়ে শিমুল তলে
চিনতে শেখা মনে
মন কেমনের উদাস মোহ
খুঁজছে আপন জনে।
চিনতে শেখো মনের মোহর
ঠিক দাঁড়িয়ে তুমি
ভালোবাসা মন জুড়ে তার
গড়ে আপন ভূমি।