দেহের বয়স যতই বাড়ুক
মনের যেন না বাড়ে
এসব ভেবে গোপাল চন্দ্র
বাগানে যায় ফুল পাড়ে।
ফুলে ছিল রঙিন ভ্রমর
কামড়ে দিলো তার গালে
গোপাল চন্দ্রের চেহারা তাই
চেকনাই হল সেই তালে।
চোয়াল ভাঙা ফোলা গালে
ফিকফিক করে খুব হাসে
সেই হাসিতে গোপালের মা
আরো ভালো তাই বাসে।