কান্না হাসির হট্ট মন্দির বসায় জীবন মেলা
দেওয়া নেওয়া আর প্রত্যাশার আঁকিবুঁকি খেলা,
নিঃস্বার্থ এক ফুল বাগানে কত মালি আসে
একটুকু প্রেম হাত বাড়িয়ে আজও ভালোবাসে।
পাবই পাবো কিংবা দেবো অদেয় নয় কিছু
আমার জীবন আমার কাছে নিয়েছে তার পিছু,
ভাবনা শিকল মৌমাছি মন ঘুরছে কিসের খোঁজে
আপন যে সে প্রত্যাশা তার ঠিক ততটা বোঝে।
কত দিনের আহ্লাদী মন আশায় ভরা বুকে
চাই আরো চাই উপভোগে আর আনন্দ সুখে,
পাতা ঝরে শুকায় ফুল আর পথের শেষে আমি
প্রত্যাশা তার যতই থাকুক নয় কিছু নয় দামী।
কষ্ট বকুল ফুটে আছে রুক্ষ মাটির দেশে
পলাশ শিমুল ফাগুন মলয় আসে ঋতুর বেশে,
কি পেয়েছে আর কি পায় নি, নাই হিসেবের পাশে
প্রত্যাশা তার হৃদয় ছুঁয়ে হৃদয় ভালোবাসে।