মন তবু চায় আকাশ হতে চারদিক খোলামেলা
পাখির মত মেঘের মত করবে ইচ্ছে খেলা।
মন তবু চায় পাখি হতে বসবে গাছের ডালে
উড়ে যাবে তেপান্তরে গাইবে হাওয়ার তালে।
মন তবু চায় বাতাস হতে ভাসাবে মেঘ দূরে
বৃষ্টি হয়ে ভিজবে মাটি টাপুর টুপুর সুরে।
মন তবু চায় ফুলের মত আরও রঙিন হতে
মৌমাছি আর প্রজাপতি আসবে মধু খেতে।
মন তবু চায় সবুজ পাতায় থাকবে গাছের মত
মিলেমিশে এই প্রকৃতির আমরা সবাই যত।
মন তবু চায় মানুষ হতে সারা জীবন হেসে
সবার মাঝে আপন হয়ে থাকবে ভালোবেসে।