ঘরের খোঁজে বাইরে দাঁড়াই প্রেম কুঠুরি সুখে
হাত বাড়িয়ে সাথী আমার থাকুক মোহন বুকে,
একটু আশা ছোট্ট বাসা দিনের শেষে ফেরা
মুখোমুখি হাজার কথার স্বপ্ন স্মৃতি ঘেরা।

এই পৃথিবীর পথিক সবাই চাইছে বসতে পাশে
গোলাপ রাঙা নিশ্চিন্তে বাস তাই তো ভালোবাসে,
গল্প কথা হাসি রাঙা শিমুল ফুলের মেলা
কৃষ্ণচূড়া রাধাচূড়া হাসছে সারা বেলা।

ঘরের খোঁজে সম্পর্ক সুখ থাকুক হৃদয় জুড়ে
সব জীবনই গাইবে তখন মোহন বাঁশির সুরে।