অন্যের ভালো করার ইচ্ছে
মানুষের গুণ হোক
সবার মনের মধ্যে থাকবে
এমন একটা লোক।
সবাই তবে তো সবার জন্য
থাকবে সবার পাশে
কর্মের মাঝে বাঁচার দিশায়
যেমন জীবন আসে।
এই জগতের যা কিছু সৃষ্টি
চাইছে পরের ভালো
আকাশ ও মাটি জল ও বাতাস
আর সূর্যের আলো।
হাতে হাত ধরে ঢেউ পারাপার
জোট বেঁধে হলে পার
অনন্ত পথে খুশির যাত্রা
দুখ থাকবে না আর।
ছোট্টো জীবন মহান মানুষ
মোহন ছড়াতে আসা
পরের তীর্থে বিগ্রহ হোক
হাসি ভরা ভালোবাসা।