জগতে যার নাই তুলনা
হৃদয় স্নেহে ঘেরা
সবার চেয়ে আপন সে জন
মা যে সবার সেরা,
কোলে নিলে সকল ব্যথা
নিমেষে যায় চলে
আদর মাখা বুকের আশিস
আবদার কথা বলে।
মমতার সব সৌন্দর্য রূপ
দেখি প্রাণের মাঝে
জ্ঞানের প্রদীপ হৃদয় জুড়ে
জ্বালায় সকাল সাঁঝে,
সব জীবনে মা আমাদের
ভালো থাকার আশা
গাছের ছায়া চৈতি শীতল
অন্তর ভালোবাসা।