বাগান জুড়ে ঝুলছে লিচু
দেখতে দারুণ বেশ
নানা রকম ফলে ভরা
এই আমাদের দেশ।
থোকা থোকা ঝুলতে থাকে
গ্রীষ্মকালের ফল
রসালো তাই খেতে দারুণ
জিভে আসে জল।
সাথে আছে আম কাঁঠাল আর
সাদা জামরুল খুব
কচি কাঁচা পুকুর জলে
দেয় যে খুশির ডুব।
খুব গরমে ফল বাহারে
ভরে ওঠে মন
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
দেখি অনুক্ষণ।
দুইবেলা খাই ভালোই লাগে
মিষ্টি পাকা ফল
পরিমিত খেলে পরে
দেহে বাড়ে বল।