দুই বিনুনী এ ঘর ও ঘর
সৃষ্টি সুখের মূলে
ওই হেঁটে যায় মেয়ে জন্ম
যেয়ো না তা ভুলে।
প্রকৃতির এই রূপ ভরা গান
মেয়েটির হাত ধরে
ফুল ফল পাতা বাগান সাজায়
হৃদয় সুখের ঘরে।
মুখের হাসি সম্পর্ক সব
মেয়ের সাথে জুড়ে
এ সংসারে আমরা থাকি
ভালোবাসায় মুড়ে।
মা মাসি আর আমার মেয়ের
হাজার জীবন গল্প
মনের শান্তি পাশাপাশি
নয় কিছু নয় অল্প।
ওই দেখো যায় আমার মেয়ের
আকাশ হওয়ার আশা
পুরুষ তুমি আগলে রেখো
মেয়ের ভালোবাসা।